রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত‌দের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক বালিয়াডাঙ্গা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ‌তে ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডা. ইব্রা‌হিম টিটন জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে আসা হয়। আহত‌দের ম‌ধ্যে ৩ জ‌নের অবস্থা আশংকাজনক। তা‌দের অন্য হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

পাংশা ম‌ডেল থানার ও‌সি স্বপন কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থ‌লে কেউ মারা যায়‌নি। ত‌বে বেশ ক‌য়েকজ‌নের অবস্থা আশংকাজনক।