প্রথম ভারতীয় নারী হিসাবে শৃঙ্গ জয়ের রেকর্ড প্রিয়াঙ্কার

প্রথম ভারতীয় নারী হিসাবে শৃঙ্গ জয়ের রেকর্ড প্রিয়াঙ্কার

ছবি: সংগৃহীত

এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় আগেই হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল নাগাদ কাঞ্চনজঙ্ঘায় সফল আরোহণ করেই ইতিহাস গড়লেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা মোহিতি। প্রিয়াঙ্কা প্রথম ভারতীয় নারী যিনি পাঁচটি আট হাজারি শৃঙ্গের শিখর ছুঁয়ে ফেললেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫২ মিনিটে বি‌শ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) জয় করেন ৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর দিয়েছেন তার ভাই আকাশ।