২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

বিভিন্ন কারণে অনলাইনে আবেদন করেও যারা ঝুলে রয়েছেন, পারেননি এখনো ভোটার হতে, তাদের সমস্যার সমাধান হবে অচিরেই। আসছে হালানাগাদ কর্মসূচিতে নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত ব্যক্তির কাছে আবেদনের প্রিন্ট কপি জমা দিলেই হবে।

ইসি সূত্রগুলো জানিয়েছে, ভোটার হওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনে আবেদন করেছেন, এমন ১১ লাখ নাগরিকের আবেদন নিষ্পত্তি হয়নি। এ ক্ষেত্রে বেশকিছু কারণ উল্লেখ করেছেন কর্মকর্তারা। তারা বলছেন, অনলাইনে আবেদন করলেই কাজ শেষ হয়ে যায় না। এক্ষেত্রে প্রিন্ট কপি সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সঙ্গে জমা দিতে হয় প্রয়োজনীয় কাগজপত্রও। কিন্তু আবেদনকারীদের বেশির ভাগই কোনো না কোনো পর্যায়ে গিয়ে আর যোগাযোগ রাখেননি।

এছাড়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের কারণে ভোটার কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল বিভিন্ন উপজেলা নির্বাচন কার্যালয়ে। ফলে আবেদন জমতে জমতে তা ১১ লাখে পৌঁছে গেছে।

সম্প্রতি এ নিয়ে ইসির ভোটার তালিকা হালানাগাদ সংক্রান্ত কমিটির বৈঠকে করণীয় নির্ধারণে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, মে মাসে শুরু হতে যাওয়া হালানাগাদ কার্যক্রমে আবেদনগুলো নেওয়ার।