ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন

ঐশীর গানে বলিউড তারকা ওয়ারিনা হুসাইন

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে টিএম রেকর্ডসের নতুন গান গাড়ির মেকানিক। কৌশিক হোসাইন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছে বলিউড নির্মাতা আদিল শেখ। গানটির মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের গানে মডেল হয়েছেন আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইন।