ব্যবসায়ীদের গুদামে এখানো ৪০ হাজার মেট্রিক টন তেল মজুদ

ব্যবসায়ীদের গুদামে এখানো ৪০ হাজার মেট্রিক টন তেল মজুদ

ছবি: সংগৃহীত

অসাধু ব্যবসায়ীদের গুদামে এখনো প্রায় ৪০ হাজার মেট্রিক টন ভোজ্যতেল মজুত আছে। কারসাজির মাধ্যমে বাজার শূন্য করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হিসাবের এই তেল গোপন করা হয়।

সরকারকে চাপে ফেলে দাম বাড়িয়ে নিতেই এ কৌশল। আট থেকে দশ দিন লুকিয়ে রাখার পর এখন প্রকাশ্যে বাড়তি দামে বিক্রি করে ভোক্তার পকেট থেকে প্রায় ১৬০ কোটি টাকা লুটে নিচ্ছে অসাধুরা। নতুন করে খোলা তেল লিটারে ৪৪ টাকা এবং বোতলজাত ৩৮ টাকা বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্ববাজারে এক মাস আগে যে দাম ছিল তা ধরে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এভাবে দাম বেঁধে দেওয়ায় শুভঙ্করের ফাঁকি রয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি নয়। মঙ্গলবার অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।