শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান ভারতের

শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান ভারতের

শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে দেশটিতে সেনা পাঠানোর গুজব প্রত্যাখান করেছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কায় ভারতীয় হাই-কমিশনের পক্ষ থেকে এ খবরকে ‘ভূয়া’ ও ‘একেবারে মিথ্যা’ বলে উড়িয়ে দেয়া হয়।

বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। এ পদত্যাগের পর শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে তার সমর্থকরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এতে যে সংঘর্ষ-সহিংসতা দেখা দেয়, তাতে অন্তত সাতজনের প্রাণ গেছে। প্রাণ হারিয়েছেন একজন সরকারদলীয় আইনপ্রণেতাও।

এ পরিস্থিতিতে মাহিন্দাকে তার সরকারি বাসভবন থেকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। হেলিকপ্টারে করে তাকে ও তার সঙ্গে থাকা পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়। পরে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব জানান, মাহিন্দাকে একটি নৌঘাঁটিতে আশ্রয় দেয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, মাহিন্দা রাজাপাকসে ভারতে পালিয়ে গেছেন। পরে তার পুত্র এ খবর অস্বীকার করে বিবৃতি দেন। এবার শ্রীলঙ্কায় ভারতীয় হাই-কমিশনের পক্ষ থেকেও এ দাবি অস্বীকার করা হয়।