উপজেলা নির্বাচন কর্মকর্তা হলেন ১০ জন

উপজেলা নির্বাচন কর্মকর্তা হলেন ১০ জন

ফাইল ছবি

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে উপজেলা নির্বাচন কমকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশে বাংলাদেশ সিভিল সার্ভিসে তাদের নিয়োগ দেওয়া হয়।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আগামী ২৫ মে এই কর্মকর্তারা যোগদান করবেন।

এতে বলা হয়, নিয়োগের পর আগামী দুই বছর নিয়োগপ্রাপ্ত কর্মীদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত বিষয়ের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তারা অযোগ্য বলে বিবেচিত হলে কোনো কারণ ছাড়া এবং পিএসসিরি সঙ্গে পরামর্শ ছাড়া নিয়োগ বাতিল করা হবে বলেও জানানো হয়।

এছাড়া শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে যদি কেউ চাকরি ছেরে দেয়, তাহলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা ফেরত দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি সরকারি বিধি মোতাবেক নির্ধারণ করা হবে এবং তাদের মধ্যে যদি কেউ বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন বা বিয়ের অঙ্গীকার করে থাকেন তাহলে এই নিয়োগ বাতিল করা হবে।