আইপিএলে কে কত অর্থ পেল

আইপিএলে কে কত অর্থ পেল

আইপিএলে কে কত অর্থ পেল

রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রাজস্থান রয়্যালসকে হারিয়ে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। এক নজরে দেখা যাক টুর্নামেন্টে কে কত অর্থ পেল :

প্রাইজমানি
চ্যাম্পিয়ন : গুজরাট টাইটান্স, ২০ কোটি রুপি। রানার্স আপ : রাজস্থান রয়্যালস, সাড়ে ১২ কোটি রুপি। তৃতীয় স্থান: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, ৭ কোটি রুপি। চতুর্থ স্থান : লখনৌ সুপার জায়ান্টস, সাড়ে ৬ কোটি রুপি।

ফেয়ার প্লে ট্রফি : যৌথভাবে গুজরাট ও রাজস্থান।

ম্যান অব দা টুর্নামেন্ট : জস বাটলার, ১০ লাখ রুপি (৫৭.৫৩ গড় ও ১৪৯.০৫ স্ট্রাইক রেটে ৮৬৩ রান)।

ম্যান অব দা ফাইনাল : হার্দিক পান্ডিয়া, ৫ লাখ রুপি (৩/১৭ ও ৩৪ রান)।

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : জস বাটলার, ১০ লাখ রুপি (৮৬৩ রান)। পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট) : যুজবেন্দ্র চেহেল, ১০ লাখ রুপি (২৭ উইকেট)।

ইমার্জিং প্লেয়ার অব দা সিজন : উমরান মালিক, ১০ লাখ রুপি (গতির ঝড় তুলে ১৪ ম্যাচে ২২ উইকেট)।

লেটস ক্র্যাক ইট সিক্সেস অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি (৪৫টি ছক্কা)। অন দা গো ফোরস অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি (৮৩টি চার)।

গেম চেঞ্জার অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি (৪টি সেঞ্চুরিতে ১৪৯.০৫ স্ট্রাইক রেটে ৮৬৩ রান)।

পাওয়ার প্লে অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি।

সুপার স্ট্রাইকার অব দা সিজন : দিনেশ কার্তিক, ১০ লাখ রুপি (১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৩৩০ রান)।

ফাস্টেস্ট ডেলিভারি অব দা সিজন: লকি ফার্গুসন, ১০ লাখ রুপি (ফাইনালে, ১৫৭.৩ কিলোমিটার ঘণ্টায়)।

ক্যাচ অব দা সিজন : এভিন লুইস, ১০ লাখ রুপি (কলকাতার রিঙ্কু সিংয়ের ক্যাচ)।