বরগুনায় পণ্যবাহী ট্রলার ডুবি , নিখোঁজ ২

বরগুনায় পণ্যবাহী ট্রলার ডুবি , নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

বরগুনা পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।জানাগেছে,শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ শ্রমিকরা হলেন- বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০), লবণগোলা গ্রামের আবদুল খালেক (৫০)। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে নির্ধারিত হাটের পণ্য নিয়ে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ভেসে গেছে প্রায় ২ কোটি টাকার পণ্য।

ট্রলারে থাকা অন্য শ্রমিকরা জানিয়েছেন, শনিবার বরগুনা ঘাট থেকে পণ্য নিয়ে এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে রওনা দেয়। এসময় ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্য প্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিলো। ট্রলারটি চাড়াভাঙা নামক স্থানে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় নদীতে ঢেউ থাকায় ট্রলারের মধ্যে পানি ঢুকে ট্রলারটি তলিয়ে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ ৭জন নদীতে ঝাঁপিয়ে পড়েন।পরে তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। এদের মধ্যে ৫ জন তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং রাতেই ট্রলারটি থেকে কিছু পণ্য উদ্ধার করি। তবে নিখোঁজদের সন্ধান এখন পাওয়া যায়নি।’ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সূত্র: বাসস