দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯৬

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯৬

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯৬

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে।এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত থাকল।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন। সবশেষ ২৪ ঘণ্টায় আট হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৩৮ শতাংশ।এর আগে শনিবার ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।