রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। নিহতের নাম হেমায়েত হোসেন (৫৫)। মঙ্গলবার সকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাসটি আটক করে এর চালককে গ্রেফতার করেছে।

সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ট্রাফিক কনস্টেবল হেমায়েত ভিক্টরিয়া পার্কের সামনে দায়িত্ব পালন করছিলেন। এসময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে বুকে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১২ টার দিকে মারা যান।

ট্রাফিক সার্জেন্ট আরিফ উদ্দিন তালুকদার সাংবাদিকদের বলেন, সকালে পার্কের সামনে বাসটি দ্রুত গতিতে পেছন দিকে ঘুরাচ্ছিলো। এ সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে গিয়ে বুকে প্রচণ্ড আঘাত পান হেমায়েত। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার বাসটি জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে। হেমায়েত হোসেন মহানগর ট্রাফিক পূর্ব বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে।