সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে শিক্ষক নিপীড়নসহ হত্যার প্রতিবাদে সমাবেশ

সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে শিক্ষক নিপীড়নসহ হত্যার প্রতিবাদে সমাবেশ

সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে শিক্ষক নিপীড়নসহ হত্যার প্রতিবাদে সমাবেশ

দেশব্যাপী সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টি করে শিক্ষক লাঞ্চনা ও হামলা করে শিক্ষক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রগতিশীল নাগরিক অধিকার রক্ষা পরিষদের ব্যানারে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সংহতি জানাতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টি করে একের পর ্এক শিক্ষকদের উপর নৃসংশ হামলা মারধরসহ লাঞ্চিত করণ এবং হত্যাকান্ডে যারা জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে।

 অন্যথায় জাতির মেরুদন্ড নির্মানের কারিগর শিক্ষক সমাজ চরম বিপন্নের মুখে দাঁড়িয়ে আগামী দিনের যোগ্য নাগারিক গড়ে তোলার কাজ করতে ব্যর্থ হবেন বলে শংকা প্রকাশ করেন নেৃতৃবৃন্দ।