দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় শনিবার (২ জুলাই) পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১০ হাজার ২০৯ জন আক্রান্ত থাকলেও শনিবার তা বেড়ে ১০ হাজার ৭৭৪ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৬৩ জন। আর মৃত্যু হয়েছে একজনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৪৩২ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি।

বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপে কেটেছে ১৪ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে ৫৬ জন ও ঢাকা বিভাগে একজনসহ মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।