ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টেও বাড়ছে জ্বালানি সংকট

ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টেও বাড়ছে জ্বালানি সংকট

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতেও দেখা দিয়েছে জ্বালানি সংকট। অথচ গ্যাস ছাড়া ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট চলার কোনো উপায় নেই।

কিন্তু দেশে গ্যাসের মজুত দিন দিন কমে আসছে। ফলে ক্যাপটিভ পাওয়ার নিয়ে বড় ধরনের শঙ্কায় আছেন শিল্পোদ্যোক্তারা।

কারণ আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ইতোমধ্যে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। জাতীয় গ্রিড থেকেও গ্যাস সরবরাহ হচ্ছে রেশনিংয়ের ভিত্তিতে।

সবমিলিয়ে এখন বিদ্যুৎ সেক্টরে প্রায় ২শ থেকে ২৫০ এমএমসিএফডি গ্যাস কম দেওয়া হচ্ছে। এ অবস্থায় জ্বালানি সংকটের আশঙ্কায় ভুগছে দেশের শিল্পকারখানায় সরবরাহের জন্য স্থাপিত ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলো।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি ক্যাপটিভে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দেয় তাহলে গোটা শিল্প খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।

বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে বস্ত্র ও পোশাক শিল্পের মালিকরা বলছেন, ‘আমরা খুবই শঙ্কিত। কেননা, এলএনজি আমদানি এখন সুরক্ষিত নয়। আর এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে শিল্পেও গ্যাস-বিদ্যুতের রেশনিং করতে হবে। এর ফলে উদ্যোক্তাদের কোনো পরিকল্পনা কাজে লাগার সুযোগ নেই।’