নির্বাচিত হয়েই বিক্ষোভকারীদের হুমকি

নির্বাচিত হয়েই বিক্ষোভকারীদের হুমকি

ছবি: সংগৃহীত

শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে হুমকি দিয়েছেন, যদি আর কেউ কোনো সরকার বিরোধী বিক্ষোভ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। 

সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটিকে অগণতান্ত্রিক বলেও আখ্যায়িত করেন বিক্রমাসিংহে। 

ছয়বারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তিনি কোনোভাবেই বিক্ষোভকারীদের কাছে মাথা নত করবেন না। 

বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একটি বৌদ্ধ মন্দিরে প্রার্থনা শেষে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, যদি আপনারা সরকারকে হটানোর চেষ্টা করেন, প্রেসিডেন্টের বাসভবন দখল করার চেষ্টা করেন এবং প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার চেষ্টা করেন, এগুলো গণতান্ত্রিক পন্থা না। এগুলো আইনের বিরুদ্ধে। তাহলে আমরা আইন অনুযায়ী কঠোরভাবে এগুলো মোকাবেলা করব। আমরা ছোট একটি দলকে রাজনৈতিক পট পরিবর্তন করতে দেব না।