‘তিনি আমাদের প্রেসিডেন্ট নন’

‘তিনি আমাদের প্রেসিডেন্ট নন’

ছবি: সংগৃহীত

অস্থিতিশীল পরিস্থিতিতে বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা আবারো রাস্তায় নেমে এসেছেন এবং বলছেন, ‘তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ নবনির্বাচিত রনিল বিক্রমাসিংহে তাদের প্রেসিডেন্ট নন।’

গতকাল বুধবার শত শত বিক্ষোভকারী রাজধানী কলম্বোর গোতাগোগামায় জড়ো হন। যেখানে গত সপ্তাহে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজা পাকসের পদত্যাগ করার পর তারা উদযাপন করেন।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারী নেতারা ছয়বারের প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহেকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের জন্য আংশিকভাবে তাকে দায়ী করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে বলেন, ‘আপনারা জানেন, আজ পার্লামেন্ট একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। কিন্তু এই প্রেসিডেন্ট আমাদের জন্য নতুন নন। এটি জনগণের ম্যান্ডেট নয়।’

তিনি বলেন, ‘আমরা গোতাবায়ে রাজাপাকসেকে উচ্ছেদ করেছি। তিনি ৬.৯ মিলিয়ন ভোট পেয়েছিলেন। কিন্তু বিক্রমাসিংহে তার থেকে পেছনে থেকেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’

মুদালিগে বলেন, ‘রনিল বিক্রমাসিংহে আমাদের রাষ্ট্রপতি নন... জনগণের ম্যান্ডেট রাজপথে।’

সূত্র : আল-জাজিরা