কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা। নিহত যুবক হলেন মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের সলেমান হোসেনের ছেলে নজরুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সকালের দিকে স্থানীয় লোকজন ব্রিজের নীচ থেকে নজরুলের লাশ দেখতে পান। পরে মিরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশের পাশ থেকে মোবাইল ফোন বাইসাইকেল ও কীটনাশকের বোতল পেয়েছি। পারিবারিক দ্বন্দ্বের কারণে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি ধারণা করছেন। তবে ময়নাতদন্তের পরই সব জানা যাবে বলে তিনি জানান।