শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে শির সমর্থন

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে শির সমর্থন

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সমর্থন প্রদানের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি এ খবর প্রচার করেছে।

প্রবল বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার রেকর্ড ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্ট ক্ষোভ থেকে সৃষ্ট প্রতিবাদের মুখে গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

এক বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন যে শ্রীলঙ্কা অর্থনৈতিক ও সামাজিক দুরাবস্থা কাটিয়ে ওঠতে পারবে। তিনি বলেন, 'আমি প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার জনগণের তাদের প্রয়াসে সহায়তা করার জন্য আমার সক্ষমতার সর্বোচ্চ সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত।'

চীনের কাছে শ্রীলঙ্কার পাওনা রয়েছে অন্তত ৫ বিলিয়ন ডলার। তবে কেউ কেউ বলে, পরিমাণটি এর দ্বিগুণ। আর ভারত ৩.৮ বিলিয়ন ডলার, জাপান অন্তত ৩.৫ বিলিয়ন ডলার পায়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পায় আরো এক বিলিয়ন ডলার।

সূত্র : কলম্বো গ্যাজেট