আবারো করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

আবারো করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

আবারো করোনা আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

করোনাভাইরাসে আবারো আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।মন্ত্রীর এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান আজ রোববার এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় মন্ত্রীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগেও তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন।’

বর্তমানে মন্ত্রী বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীর এপিএস রাশেদুজ্জামান।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রথমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন প্রবাসী কল্যাণমন্ত্রী। গত বছর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন তিনি।