বাংলা‌দে‌শী শিক্ষার্থী‌দের সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

বাংলা‌দে‌শী শিক্ষার্থী‌দের সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

ছবি: সংগৃহীত

চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

আজ রোববার রাজধানীর এক‌টি হো‌টে‌লে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

তিনি বলেন, করোনার কারণে দীর্ঘ দিন চীনে যাত্রা বন্ধ ছিল। কিন্তু আমরা চীনের সাথে প্রতিনিয়ত যোগাযোগের মধ্যে ছিলাম।

তিনি আরো বলেন, চীনের রাষ্ট্রদূত যদিও বলেছেন সোমবার (৮ আগস্ট), আমরা বলতে পারি দুয়েক দিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট দেয়া শুরু হবে।

এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌াথে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশী শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শী শিক্ষার্থী‌দের ভিসা দেয়া হবে।