নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নাটোরের লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল (৪৫) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বিধবা ফুলবাড়ী গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রিনা রানী শীলের মুরগির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে ওই বিদ্যুৎসংযোগে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রায় নয় বছর পূর্বে সমর চন্দ্রশীল মারা যাওয়ার পর পুত্র-কন্যাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন রিনা রানী শীল। তার কন্যা সম্পা শীলের বিবাহের পর একমাত্র পুত্র শুভ শীলকে নিয়ে একাই থাকতেন রিনা।