নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত ২

নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত ২

প্রতীকী ছবি

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই জেলের মৃত্যু হয়েছে এবং এক জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। 

 শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের কাছাকাছি দমারচর এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিয়া উপজেলা নির্বাহি অফিসার সেলিম উদ্দিন জানান, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও এক জেলে নিখোঁজ রয়েছে এবং অপর এক জেলে আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লক্সে চিকিৎসাধিন আছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।  এ ঘটনায় ট্রলারে থাকা ১২ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।  তিনি বলেন, এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

সূত্র: বাসস