পাবনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি জব্দ

পাবনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি জব্দ

নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি জব্দ

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর নামক স্থান থেকে বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে অভিযান চালিয়ে এসব নকল বিড়ি জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট  বিভাগ সূত্রে জানা যায়, কুষ্টিয়রার দৌলতপুর থেকে বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি আটো যোগে রাজবাড়ীর বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ( পদ্দোন্নতি প্রাপ্ত জয়েন্ট কমিশনার), এর সার্বিক দিকনির্দেশনায় ঈশ্বরদী সার্কেল এর রাজস্ব কর্মকর্তার নের্তৃত্বে  পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর নামক স্থানে অভিযান চালিয়ে দুই লাখ চল্লিশ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাজু বিড়ি আটক করা হয়। উক্ত নকল বিড়ি বাজারজাত করণ করা হলে সরকার প্রায় ৮৭,২৬৪ টাকা রাজস্ব হারাত।