৬১টি জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর

৬১টি জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর

সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৭ অক্টোবর ৬১টি জেলা পরিষদের (জেলা পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে দেশের ৬৪টি জেলা পরিষদের (পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদ বাদে) ৬১টি স্থানীয় সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক ব্রিফিংয়ে জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।

জেলা প্রশাসকরা নিজ নিজ জেলায় নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্য স্থানীয় সংস্থা যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।

সূত্র : ইউএনবি