পাবনা প্রেসক্লাব নির্বাচনে ফজলু সভাপতি, সৈকত সম্পাদক নির্বাচিত

পাবনা প্রেসক্লাব নির্বাচনে ফজলু সভাপতি, সৈকত সম্পাদক নির্বাচিত

পাবনা প্রেসক্লাব নির্বাচনে ফজলু সভাপতি, সৈকত সম্পাদক নির্বাচিত

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এবিএম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সেকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন, সময় টেলিভিশন ও বিডি নিউজ) পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (০৩ সেপ্টেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন।৬৩ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোট দেন। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-দু’জন সহ-সভাপতি মির্জা আজাদ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পাবনার আলো) ও শহিদুর রহমান শহিদ (সম্পাদক, দৈনিক নতুন বিশ্ববার্তা), যুগ্ম-সম্পাদক সরোয়ার উল্লাস (প্রথম আলো), অর্থ সম্পাদক সুশীল তরফদার (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াদ আলী মৃধা পাভেল ( দৈনিক বিবৃতি), ক্রীড়া সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলিট তালুকদার (যমুনা টেলিভিশন), কল্যাণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম সুইট (বাসস) ও দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কানু সান্যাল। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-রবিউল ইসলাম রবি (প্রধান সম্পাদক, দৈনিক পাবনা প্রতিদিন), ইয়াছিন আলী মৃধা রতন (সম্পাদক, দৈনিক বিবৃতি), আব্দুল মতিন খান (সম্পাদক, জোড় বাংলা),  জহুরুল ইসলাম (রেডিও টুডে), রাজিউর রহমান রুমি ( একুশে টিভি ও মানব জমিন), আব্দুর রশিদ (দৈনিক  ভোরের ডাক) ও আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (সম্পাদক,মুক্তির মিছিল ও আজকের ইতিহাস)।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন।

এর আগের দিন শুক্রবার সকালে সৌহৃদ ও আন্তরিক পরিবেশে সাধারণ সভা (জিএম) অনুষ্ঠিত হয়। সভায় সকলে ঐক্যমতের ভিত্তিতে ক্লাবকে উন্নয়ন ও আরো মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, পাবনা প্রেসক্লাব ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।