ভারত প্রয়োজনে সব সময় বাংলাদেশকে সাহায্য করে : প্রধানমন্ত্রী

ভারত প্রয়োজনে সব সময় বাংলাদেশকে সাহায্য করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভারতকে অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে প্রশংসা করে বলেন, ভারত প্রয়োজনে সব সময় বাংলাদেশকে সাহায্য করে।

তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ এবং এই বন্ধুত্বপূর্ণ দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান ও অব্যাহত থাকবে। ’রাষ্ট্রপতি ভবনের সামনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে এক আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার পর তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপসচিব কে এম শাখাওয়াত মুন শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, প্রয়োজনে বাংলাদেশ সব সময় ভারতের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পায়।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত 'সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়' পররাষ্ট্রনীতি বাংলাদেশ সর্বদা বজায় রেখেছে।

তিনি স্মরণ করেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য আমরা তাদের (ভারত) কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
সূত্র : ইউএনবি