পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধজাহাজের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধজাহাজের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধজাহাজের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে ৪৫ কোটি ডলারের একটি চুক্তি আওতায় এটি হচ্ছে বলে বুধবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সি এক বিবৃতিতে বলেছে, এই বিক্রির মাধ্যমে পাকিস্তানকে নতুন কোনো সক্ষমতা, অস্ত্র অথবা গোলাবারুদ দেয়া হচ্ছে না।

এতে আরো বলা হয়েছে, এর মাধ্যমে পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে আকাশ থেকে ভূমি পর্যন্ত সক্ষমতা বাড়াতে সহযোগিতা করার জন্য।

‘এ সরঞ্জামাদি বিক্রি ও সহযোগিতা অঞ্চলটিতে মৌলিক সামরিক সামঞ্জস্যতায় কোনো ব্যাঘাত ঘটাবে না,’ বলা হয়েছে বিবৃতিতে।বিবৃতিতে আরো বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয়ের ফলে মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতির উপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না।

সূত্র : দ্য নিউজ