বান্দরবান সীমান্তে আরো একটি মর্টার শেল

বান্দরবান সীমান্তে আরো একটি মর্টার শেল

সংগৃহীত

মায়ানমারের সেনাবাহিনীর ছোড়া আরো একটি মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আজ সন্ধ্যায় এসে পড়েছে। এটি তুমব্রু সীমান্তের কোনার পাড়ার কাছের সীমান্তের পাহাড়ে এসে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে বিকেলে সীমান্তে ব্যাপক গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।

প্রতিদিনই সীমান্তের ৩৫ নম্বর পিলার থেকে ৪০ নম্বর পিলারের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

এতে করে সীমান্তে বসবাসকারী রোহিঙ্গা নাগরিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘুনধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আজিজ বলেন, সন্ধ্যায় একটি মর্টার শেল কোনাপাড়ার কাছে পাহাড়ি এলাকায় এসে পড়েছে। তবে এটি সীমান্ত লাগোয়া নো ম্যান লেন্ডে পড়েছে। এ ঘটনার পর সেখানে বিজেপি সদস্যরা গিয়েছে।

পুলিশ সুপার তারিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এখনো এই বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৪টা থেকে সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। তুমব্রু সীমান্তের ৩৬ নম্বর পিলারের অপর পাড় থেকে গোলাগুলি শব্দ পাওয়া যায়।

এছাড়া প্রতিদিন সকালের দিকে সীমান্তে গোলাগুলি শব্দ শুরু হয়। তবে এই প্রথম শুক্রবার বিকেলের দিকে সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। বিকেলে হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন দু‘দেশের মধ্যবর্তী শূন্যরেখার আশ্রয় শিবিরে বসবাস করা চার হাজারের বেশি রোহিঙ্গা।