ইউক্রেনের পূর্বাঞ্চল 'পুরোপুরি অন্ধকার'

ইউক্রেনের পূর্বাঞ্চল 'পুরোপুরি অন্ধকার'

সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চল এখন পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেন বাহিনীর পাল্টা হামলার মুখে রুশ বাহিনী পিছু হটার এক দিন পর এই দুর্ভোগে পড়েছে অঞ্চলটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই অঞ্চলের বেসামরিক অবকাঠামোগুলোকে পরিকল্পিতভাবে টার্গেট করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল অংশ রোববার বিদ্যুৎ ও পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে পড়ে। রুশ-নিয়ন্ত্রিত এলাকাসহ ওই অঞ্চলের প্রায় ৯০ লাখ লোক এখন এই সমস্যায় ভুগছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সানিগুবভ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, 'অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি নেই। নিয়ন্ত্রিত ব্যবস্থায় জরুরি পরিষেবা চালু রয়েছে।'

একই ধরনের খবর আসছে সামি, নিপ্রোটেপ্রোভস্ক, পোলটাভা, জাপোরিঝঝিয়া ও ওডেসা থেকেও।

বেসামরিক অবকাঠামোগুলোতে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট মস্কোকে অভিযুক্ত করেছেন।

তিনি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ জন্য 'রুশ সন্ত্রাসীদের' দায়ী করেন।

পুরোপুরি অন্ধকার
আলজাজিরার হোদা আবেল হামিদ খারকিভ থেকে বলেন, উত্তরপূর্ব ও পূর্বাঞ্চলের অনেক এলাকা পুরোপুরি অন্ধকার হয়ে পড়েছে। কর্মকর্তাদের কাছ থেকে শুনছি যে রুশরা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা করেছে। ঠিক কী হয়েছে, তা তারা বলছে না।

ইউক্রেনের বাহিনী পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও গ্রাম জয় করার প্রেক্ষাপটে এই 'টোটাল ব্ল্যাকআউট' হলো। শনিবার রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

সূত্র : আলজাজিরা