চোটে পড়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

চোটে পড়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

মুশফিকুর রহিম

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই সামনে ব্যস্ততা নেই মুশফিকুর রহিমের। তারপরও নিজেকে ফিট রাখতেই শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে এসেছিলেন। ফিটনেসের কাজ করছিলেন। কিন্তু সে সময় বাম হাঁটুর নিচে আঘাত পান তিনি। সেখানে সেলাই লেগেছে ছয়টি। 

সেই চোট পাওয়া জায়গায় ছয়টি সেলাই লেগেছে মুশফিকের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, চোট কাটিয়ে উঠতে অন্তত এক সপ্তাহ লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামেই কাটাতে হবে মুশফিককে। আপাতত খেলা না থাকায় অন্তত কোনো ম্যাচ মিস করবেন না মুশফিক।

জাতীয় দল আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিতেই ব্যস্ত থাকবে। তবে  আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। যেখানে রাজশাহী বিভাগের হয়ে খেলার কথা রয়েছে মুশফিকের।