কিশোরগঞ্জে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ

কিশোরগঞ্জে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ

সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাজীপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ির জব্দ করা হয়েছে। সোমবার উপজেলার হাজীপুর বাজারে আফিজ বিড়ির গোডাউনে অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ ডিবি পুলিশ।   

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাজীপুর বাজারে অভিযান চালান কিশোরগঞ্জ ডিবির ১০ সদস্য বিশিষ্ট একটি চৌকস দল। এসময় আফিজ বিড়ির গোডাউন থেকে এক লক্ষ আট চল্লিশ হাজার (১,৪৮,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়। অভিযানস্থল থেকে মূলহোতা ফিরোজ আলম ও বাদল মিয়া নামে ২ জন কে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে আরো ১২ বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি বিড়ি সরিয়ে ফেলা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

স্থানীয় বিড়ি ব্যবসায়ীদের অভিযোগ, অভিযান পরিচালনাকালে হোসেনপুর পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন নেতারা ডিবির ওসিকে ফোন করে অভিযান বন্ধ করা এবং আটককৃত আসামীদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে দেখা গেছে।