ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা

ছবি- নিউজজোন বিডি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আইন বিভাগের মুট কোর্ট কক্ষে এর আয়োজন করে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি।

আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন আইন বিভাগের প্রফেসর ও আইন প্রশাসক প্রফেসর ড. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ও ডেপুটি রেজিস্ট্রার জনাব চন্দন কুমার দাস।

ডেপুটি রেজিস্ট্রার ডক্টর ইব্রাহিম হোসেন সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেলের সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ইব্রাহিম খলিল।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির শর্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেল গঠন, অভিযোগ দায়ের করার পদ্ধতি ও প্রতিকার প্রাপ্তি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। উল্লেখ্য, ধারাবাহিকভাবে সকল বিভাগে এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।