বঙ্গোপসাগরে নিখোঁজ ২০ মাঝিমাল্লার খোঁজ মিলেছে

বঙ্গোপসাগরে  নিখোঁজ ২০ মাঝিমাল্লার খোঁজ মিলেছে

ফাইল ছবি

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২০ মাঝিমাল্লাসহ নিখোঁজ বাংলাদেশের নৌকা এফবি বাকলিয়া ফিশিং-১ এর খোঁজ পাওয়া গেছে। শনিবার বিকেলে মিয়ানমারের নৌবাহিনী তাঁদের উদ্ধার করেছে বলে জানিয়েছে বাংলাদেশের কোস্টগার্ড।

গত মঙ্গলবার থেকে ওই নৌকার সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নিখোঁজ নৌকা ও মাঝিমাল্লার খোঁজে কোস্টগার্ড ও বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছিল।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, মিয়ানমারের নৌবাহিনী নিখোঁজ নৌকা ও মাঝিমাল্লাকে খুঁজে পেয়েছে। সেন্টমার্টিন থেকে দুই ঘণ্টার দূরত্বে একটি চর থেকে নৌকাটি উদ্ধার হয়েছে বলে জেনেছি। রোববার তাঁদের হস্তান্তর করা হতে পারে।