করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৭ লাখের কাছাকাছি

করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৭ লাখের কাছাকাছি

ফাইল ছবি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৪৫২ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫১ হাজার ৭৪১ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৩৯ লাখ নয় হাজার ৮০৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৫ হাজার ৬০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৬ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭১৬ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৯৫০ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ১৯৮ জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ২৬ হাজার ৫০৬ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৪২১ জন।