সাজেকের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক

সাজেকের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক

সাজেকের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক

সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।বুধবার দুপুর আড়াইটার পর থেকে সড়কে ডান চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির ফলে হঠাৎ পাহাড় ধসে সাজেকের নন্দারাম এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, রাতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার পর সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা দুপুর নাগাদ মাটি সরিয়ে যোগযোগ ব্যবস্থা পুনরায় চলাচলের উপযোগী স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন।

উল্লেখ্য, বুধবার সকালে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার বলেন, ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা সচল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার ফলে সাজেক প্রান্তে প্রান্তে প্রায় দু’হাজার আর খাগড়াছড়ির দীঘিনালায় প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।