করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ফটো

চীনসহ বেশ কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস বাংলাদেশে এখনও আসেনি। বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যেখানে চীনারা থাকেন, সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে আসা নাগরিকদের দুই স্তরে মনিটরের ব্যবস্থা করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আপাতত চীনে অপ্রয়োজনীয় কাজে না যাওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করেন। বলেন, এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে জ্বর ও সর্দি কাশি হলে হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন তিনি।

তিনি সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কোনো রোগী পাওয়া গেলে মন্ত্রণালয়কে জানাতে বলেন।সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।