বগুড়ায় বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি জব্দ

বগুড়ায় বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি জব্দ

সংগৃহীত

বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার জয়পুর পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বগুড়া কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাসুদ বিড়ির গোডাউনে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মাসুদ বিড়ির গোডাউনের দায়িত্বে থাকা ব্যক্তি গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে কাস্টমস কর্মকর্তারা তালা ভেঙ্গে গোডাউনে ঢুকে যায়। এসময় দুই লক্ষ চল্লিশ হাজার (২,৪০,০০০) শলাকা ব্যান্ডরোল বিহীন মাসুদ বিড়ি, ছয় বস্তা জর্দ্দা এবং দুই বস্তা গুল জব্দ করা হয়।

বিষয়টি নিয়ে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং নকলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান  বগুড়া কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ।