ভোলায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক

ভোলায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক

ছবি: সংগৃহীত

ভোলা জেলার উপজেলা সদরের তেঁতুলিয়া নদীতে আজ মা ইলিশ রক্ষায় অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে। ভোরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকারের অপরাধে তাদের আটক করা হয়। স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে অভিযানে সাড়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি নৌকা উদ্ধার করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বাসস’কে জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য তোলা হবে। এছাড়া জাল পুড়িয়ে বিনষ্ট ও নৌকা নিলামে বিক্রি করা হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

সূত্র: বাসস