ডেমোক্রেসি প্রতিষ্ঠায় রফিক উল হকের ভূমিকা অসামান্য: প্রধান বিচারপতি

ডেমোক্রেসি প্রতিষ্ঠায় রফিক উল হকের ভূমিকা অসামান্য: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, কখনো কোনোদিন প্রত্যক্ষ রাজনীতি না করেও ডেমোক্রেসি প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মরহুম ব্যারিস্টার রফিক উল হক।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের আয়োজনে আইনজীবী প্রয়াত রফিক উল হকের স্মরণে আলোচনা সভায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, প্রখর মেধাবী ও যোগ্য মানুষ ছিলেন ব্যারিস্টার রফিক উল হক। তিনি কখনোই আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেন নাই। আইনজীবী হিসেবে তিনি কিছু অত্যাবশ্যকীয় নীতি মেনে চলতেন। তিনি কখনোই নীতি থেকে বিচ্যুত হননি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। ব্যারিস্টার রফিক-উল হকের স্মৃতি চারণে আলোচনা রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মমতাজউদ্দিন ফকির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাযুন, অ্যাডভোকেট এ.এফ. হাসান আরিফ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ.কে.আজাদ খান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা (অনারারী) ড. মোহাম্মদ আব্দুল মজিদ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন ও  সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক তার কর্মদক্ষতা দিয়ে আইন জগতে ভাস্বর হয়ে থাকবেন। দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন তিনি। তার সান্নিদ্ধে এসে বহু আইনজীবী প্রতিষ্ঠিত হয়েছেন।

স্বাগত বক্তব্যে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন,পেশাগত দ্বায়িত্বের বাইরেও ব্যারিস্টার রফিক উল হকের সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশী ছিল। যার জন্য তিনি অনেক গুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি শুধু আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন না ,সব সময় তিনি আমাদের সাথে ছিলেন । তার উপস্থিতি আমাদেরকে উজ্জ্বিবীত করতো।

সভাপতিত্বের বক্তব্যে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল ডা.শেখ মহিউদ্দিন বলেন, ব্যারিস্টার রফিউ হল হকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল পিতা –পুত্রের সম্পর্কের মতো। আকিজ পরিবারের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের জের ধরে আমরা তাকে অভিভাবকের ন্যায় পেয়েছি। যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। গরীব, অসহায়,সুবিধাবঞ্চিতদের বিনা মূল্যে সেবা প্রদানে উৎসাহ যোগাতেন তিনি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

ব্যারিস্টার রফিক-উল হক ২০২০সালের ২৪ অক্টোবর রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যান। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এ আইনজীবী।