পাবনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ শুরু

পাবনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ শুরু

পাবনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ শুরু

পাবনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক ১২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সমাজ সেবা সূত্রে জানা যায়, জেলা ৩০ জন হিজড়াকে ১২ দিন ব্যাপী ৩টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। ট্রেডসমূহ হচ্ছে- কম্পিউটার, মোবাইল সার্ভিসিং ও গরু ছাগল পালন সম্পর্কিত।

 জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুল কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, ডা. আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার ফারিস্তা করিম, বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, আসাফ উদ্দৌলা, রেজিষ্ট্রার শারমিন জাহান, কর্মকর্তা হাফিজ আহমেদ প্রমুখ।

বভায় বক্তারা বলেন, সমাজের কোন জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নত দেশ গড়তে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। হিজড়াদের মান উন্নয়নে হিজড়াদের আরো সচেতন হতে হবে।