রাশিয়ার বিমান হামলার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন : জেলেনস্কি

রাশিয়ার বিমান হামলার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

‘আগ্রাসী রাশিয়া তার সন্ত্রাস অব্যাহত রেখেছে। আমাদের আবারো আকাশ থেকে তাদের এক ঝাঁক কাক আক্রমণ করেছে।’ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার দিনের শেষদিকে তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, ‘দু’দিনে ৩০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষাকারীরা শত্রুদের শকুনগুলোকে আমাদের দেশের পশ্চাৎভাগে প্রবেশ করা থেকে প্রতিরোধ করেছে এবং ২৩টি শাহেদ (ইরানী ড্রোন) ভূপতিত করেছে। এছাড়াও, কেএইচ-৫৯ গাইডেড ক্ষেপণাস্ত্র, দুটি কেএ-৫২ হেলিকপ্টার এবং আরেকটি এসইউ-২৫ বিমানকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।’

তিনি আরো, ‘রাশিয়া চার হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র হামলা এবং আট হাজারটিরও বেশি বিমান হামলা পরিচালনা করেছে। তবে আমরা লড়াই করছি, আমরা আরো ভূপতিত করব।’

তবে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

এদিকে, ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনে রাশিয়ার সক্ষমতার বিষয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করে। টুইটারে পোস্ট করা ওই প্রতিবেদনে মন্ত্রী বলেন, ‘ইউক্রেনে কিছু কিছু রুশ ইউনিটকে জোরপূর্বক নিযুক্ত করা রিজার্ভ সৈন্যদের দিয়ে সজ্জিত করা হয়েছে এবং ওই ইউনিটগুলোতে সৈন্যস্বল্পতা রয়েছে।’

ওই হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, ‘২০২২ সালের সেপ্টেম্বরে, রুশ কর্মকর্তারা খেরসন সেক্টরের কোম্পানিগুলো সম্পর্কে বর্ণনা করেন, সেগুলোতে ছয় থেকে আটজন করে রয়েছে। সাধারণত একটি কোম্পানিতে প্রায় ১০০ জন সৈন্য মোতায়েন করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, ইউক্রেনে অবস্থিত রুশ স্থলবাহিনী ইউক্রেনের সম্মুখ যুদ্ধক্ষেত্রের বেশিরভাগ এলাকাজুড়ে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করছে। খুব সম্ভবত এমন বাস্তব মূল্যায়নের কারণে ইউক্রেনে ব্যাপকভাবে সৈন্যস্বল্পতায় ভোগা ও স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীটি বর্তমানে শুধুমাত্র প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করতে সক্ষম।
সূত্র : ভয়েস অফ আমেরিকা