পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান শুরু

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মসা নিয়ন্ত্রণে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলার নয় উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে পাবনা পৌর সভার আয়োজনে পাবনা ২৫০ শয্যা হাসপাতাল চত্ত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

সকালে পাবনা ২৫০ শয্যা হাসপাতাল চত্ত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযানে পৌরসভার পরিছন্ন কর্মীরা ও স্বেচ্ছাবেী সংগঠন বিডি ক্লীন সদস্যগণ অংশ গ্রহণ করে। উদ্বোধন শেষে  হাসপাতাল থেকে জনসেচতনা মূলক র‌্যালী বের হয়ে পাবনা পৌরসভায় গিয়ে শেষ হয় ।

পাবনা পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ডা. মনিসর চৌচুরী, ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর, ডিডিএলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, নার্সিং কলেজের অধ্যক্ষ মাহবুবা খাতুন  প্রমুখ।

পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, পাবনা পৌরসভাধীন সব এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পরিস্কার পরিছন্নতা অভিযান অব্যহত থাকবে। আমরা কিছু উপাদান বিতরণ, মাইকিং, লিফলেট বিতরণ করছি এবং জনসচেতনামূলক কার্যক্রম করছি।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এবং এডিস মশা নিয়ন্ত্রণে জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। প্রয়োজনীয় উপাদান বিতরণ করা হচ্ছে।  বিভিন্ন সভায় এ ব্যাপারে দায়িত্বশীলদের আরো সচেতন হতে বলা হয়েছে। সমাজের জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্চাসেবী সংগঠনসহ সবাইকে কাজ করতে হবে।