ইরানের মাজারে হামলা : ২৬ বিদেশী নাগরিক গ্রেফতার

ইরানের মাজারে হামলা : ২৬ বিদেশী নাগরিক গ্রেফতার

ছবি: সংগৃহীত

ইরান শিয়াদের একটি মাজারে ভয়াবহ হামলার অভিযোগে ২৬ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে। ইসলামি স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

সোমবার দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

একজন কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর শিরাজের শাহ চেরাগ মাজারে সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা মন্ত্রণালয় শিরাজে সন্ত্রাসী হামলায় জড়িত সকল এজেন্টকে চিহিৃত করে তাদের গ্রেফতার করে।’ এতে আরো বলা হয়, হামলায় জড়িত এ ২৬ ‘তাকফিরি সন্ত্রাসী’ আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তান থেকে ইরানে আসে। ইরান ও আরো অনেক দেশে তাকফিরি বলতে উগ্রবাদী সুন্নি ইসলামি গ্রুপকে বুঝানো হয়ে থাকে।

মন্ত্রণালয়টি আরো জানায়, এসব সন্ত্রাসীকে ফার্স, তেহরান, আলবুর্জ, কের্মান, কুম ও রাজাভি খোরাসান প্রদেশ এবং ইরানের ‘পূর্বাঞ্চলীয় সীমান্ত’ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সূত্র : বাসস