যশোরে ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক

যশোরে ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক

যশোরে ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাড়িঁ পুলিশ।

সোমবার দুপুর ২টার সময় গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হ। আটককৃত একজন নাইম হোসেন এবং অপরজন আজহারুল ইসলাম। আটক আসামী ২ জনই শার্শা উপজেলার বাসিন্দা।

নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মটর সাইকেলের সিটের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬২ পিস বার স্বর্ণ বারসহ তাদেরকে আটক করা হয় এবং সেই সাথে একটি এ্যাপাচি মটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।