হবিগঞ্জে নকল বিড়ি বিক্রির অপরাধে এগারো ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জে নকল বিড়ি বিক্রির অপরাধে এগারো ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত শান্ত বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখা এ অভিযান চালিয়ে নকল বিড়ি জব্দ ও এগারো ব্যবসায়ীকে জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি ও বাজারজাত করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখার সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে একটি টিম বড়ই উড়ি বাজার, ফকির বাড়ি বাজার ও গুনই চৌধুরী বাজারে অভিযান চালায়। এসময় নকল ব্যান্ডরোল যুক্ত পঞ্চাশ হাজার (৫০,০০০) শলাকা অবৈধ শান্ত জব্দ করা হয়। অভিযানকালে বাজারের এগারো ব্যবসায়ীকে অবৈধ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং নগদ আদায় করা হয়। এছাড়া নকল বিড়ি ব্যবসায় জড়িত এক ব্যবসায়ীর দোকান বন্ধ থাকায় তাকে ফোনে যোগাযোগ করে থানায় আসতে বলেন দায়িত্বপ্রাপ্ত অফিসার।

অভিযানকালে রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি ও বাজারজাত না করা শর্তে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখার সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ শান্ত বিড়ি জব্দ করা হয়েছে। এছাড়া এগারো ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে