রাজশাহীতে মাইক্রোবাসের চাকায় প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

রাজশাহীতে মাইক্রোবাসের চাকায় প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

ছবি:প্রতীকী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে পঞ্চম শ্রেণির দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গোদাগাড়ী-আমনুরা সড়কের সাধুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। আর দুর্ঘটনায় আহত জাহিদ হাসান (১১) নিহত দুই ছাত্রের সহপাঠী। তারা প্রত্যেকে রাতাহারি ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, একটি বাইসাইকেলে তারা তিনজন অপর সহপাঠীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যায়। পথে সাধুর মোড় এলাকায় মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।