পাবিপ্রবিতে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

পাবিপ্রবিতে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সাম্প্রতিক সময়ে সাপের উপদ্রব বেড়েছে। এখন পর্যন্ত কাউকে সাপে না কাটলেও সাপের উপদ্রব বৃদ্ধিতে শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নিচের বাগান থেকে শিক্ষার্থীরা বিষাক্ত গোখরো সাপ মারে।শিক্ষার্থীরা আশঙ্কা করছে হলে এখনো অনেক বিষধর সাপ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা জানান, বৃহস্পতিবার বিকেলে হলের নিচ তলায় আমার রুমের সামনে একটি বিষাক্ত সাপ দেখতে পেলে আমি অন্য শিক্ষার্থীদের ডাকি এবং তাৎক্ষণিক সাপটি মেরে ফেলি।

সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়াতে আবাসিক হলে বিশেষ করে নিচ তলায় অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট তরুণ দেবনাথ বলেন, আমরা সাপের উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এছাড়া বিষয়টি জানার পরপরই হলের নিচতলার সব রুম চেক করে কার্বলিক এসিড দেওয়া হয়েছে।আমি শিক্ষার্থীদের বলবো আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে।