যশোর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি

যশোর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: যশোর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে টাউনহল ময়দান থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ,জেলা আওয়ামীলাগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন সহ সকল মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচির সূচনা করা হয়।