পাকিস্তানের বিপক্ষে ২৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে ২৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২৮১ রানে এগিয়ে সফরকারী ইংল্যান্ড।

ইংল্যান্ডের ২৮১ রানের জবাবে প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংস থেকে ৭৯ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২০২ রান করেছে ইংল্যান্ড।

প্রথম দিন ইংল্যান্ডের ইনিংস শেষ হবার পর নিজেদের ইনিংসে ২ উইকেটে ১০৭ রান করেছিলো পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৬১ ও সাউদ শাকিল ৩২ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন ৭৫ রানে আউট হন বাবর। শাকিল করেন ৬৩ রান। ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচের দারুন বোলিংয়ে ২০২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৯৮ রানে ৪ উইকেট নেন লিচ।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে জোড়া হাফ-সেঞ্চুরি করেছেন বেন ডাকেট ও হ্যারি ব্রুক। ডাকেট ৭৯ রানে ফিরলেও, ৭৪ রানে অপরাজিত আছেন ব্রুক। তার সাথে ১৬ রানে অপরাজিত বেন স্টোকস। বল হাতে এই ইনিংসে ৩ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার আবরার আহমেদ।