কিয়েভে নতুন করে ড্রোন হামলা

কিয়েভে নতুন করে ড্রোন হামলা

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। একইসাথে প্রশাসন বিমান সতর্কতার বিষয়ে জনগণকে মনোযোগী হওয়ার কথাও বলেছে।

সামরিক প্রশাসন টেলিগ্রাম পোস্টে বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। এ মুহূর্তে কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান যান ভূপাতিত করা হয়েছে।

প্রশাসন আরো বলছে, রুশ বাহিনী ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ হামলা চালিয়ে রাজধানীকে তছনছ করা হচ্ছে।

নগরীর বেসামরিক প্রশাসন রাত ১টা ৫৬ মিনিটে (২৩৫৬ জিএমটি) প্রথম বিমান সতর্কতা জারি করে যা তিন ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোর ৫টা ২৪ মিনিটে (০৩২৪ জিএমটি)।